Friday, August 17, 2018

Amar Moto Eto Shukhi Noito Karo Jibon_Song Lyrics

ছায়াছবিঃ বাবা কেন চাকর (১৯৯৭)  পরিচালকঃ আব্দুর রাজ্জাক     আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন,  কি আদর স্নেহ ভালবাসায়, জড়ানো মায়ার বাঁধন,  জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু, আসবে আমার মরণ।  আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।    ‘বুকে ধরে যত ফুল ফোটালাম,  সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম,  ভাগ্যের পরিহাস এরই নাম’।।    কেন নিয়তির কাছে বারে বারে, হেরে যায় মানুষ এমন।  আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।    ‘চারিদিকে নিরাশার বালুচর,  কি আশায় বেঁধেছি এ খেলাঘর,  স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়’।।  কেন মমতার টানে কেঁদে মরে, বেদনার কথা এখন।    আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন,  কি আদর স্নেহ ভালবাসায়, জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন।    আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন,  কি আদর স্নেহ ভালবাসায়, জড়ানো মায়ার বাঁধন,  জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু, আসবে আমার মরণ।  আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।   Listen the full song
Abdur Rajjak in Baba Keno Chakor (1997)
ছায়াছবিঃ বাবা কেন চাকর (১৯৯৭)
পরিচালকঃ আব্দুর রাজ্জাক 

আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন,
কি আদর স্নেহ ভালবাসায়, জড়ানো মায়ার বাঁধন,
জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু, আসবে আমার মরণ
আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।

‘বুকে ধরে যত ফুল ফোটালাম,
সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম,
ভাগ্যের পরিহাস এরই নাম’।।

কেন নিয়তির কাছে বারে বারে, হেরে যায় মানুষ এমন।
আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।

‘চারিদিকে নিরাশার বালুচর,
কি আশায় বেঁধেছি এ খেলাঘর,
স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়’।।
কেন মমতার টানে কেঁদে মরে, বেদনার কথা এখন।

আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন,
কি আদর স্নেহ ভালবাসায়, জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন।

আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন,
কি আদর স্নেহ ভালবাসায়, জড়ানো মায়ার বাঁধন,
জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু, আসবে আমার মরণ
আমার মতো এতো সুখী, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।

Listen the full song click here... 


SHARE THIS