আমার মাঝে নেয় এখন আমি স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি_Song Lyrics_BD Films Info |
Singer: Asif Akbar & Samina Chowdhury
Casts: Ferdous Ahmed & Sadika Parvin Popy
আমার
মাঝে নেয়, এখন আমি,
স্বপ্নের
সিঁড়ি বেয়ে, স্বর্গে
নামি।
যেন
অন্য রকম, এক ভালবাসাতে,
ডুবে
আছি তুমি, কাছে আসাতে,
মন
যেন এই, উদাসী কবি,
ভাল
লাগে রাত, ভল লাগে চাঁদ,
ভাল
লাগেরে সবি, হৈ
হৈ হৈ.........
ভাল
লাগে ফুল, কিছু কিছু ভুল,
ভাল
লাগেরে সবি।
“ও... যে দিকে তাকাই, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমায়,
লুকোচুরি
মন, লুকোচুরি সুখ, লুকিয়ে রয় ভাবনায়”।।
যেন
অন্য রকম, এক ভালবাসাতে,
ডুবে
আছি তুমি, কাছে আসাতে,
মন
যেন এই, উদাসী কবি।
ভাল
লাগে রাত, ভাল লাগে চাঁদ,
ভাল
লাগেরে সবি......।
ভাল
লাগে ফুল, কিছু কিছু ভুল,
ভাল
লাগেরে সবি।
হুঁ...
হৃদয়ে কাঁপন, তুলেছে
হাওয়া,
তুমি
কি হাওয়ার নুপুর?
জাগিয়ে
রাখো, সুখেরি দোলায়,
আমাকে
রাত্রি দুপুর।
ও...
হৃদয়ে কাঁপন, তুলে
যে হাওয়া,
আমি
সেই হাওয়ার নুপুর।
জাগিয়ে
রেখেছি, সু-খেরি দোলায়,
তোমাকে
রাত্রি দুপুর।
যেন
অন্য রকম, এক ভালবাসাতে,
ডুবে
আছি তুমি, কাছে আসাতে,
মন
যেন এই, উদাসী কবি,
ভাল
লাগে রাত, ভাল লাগে চাঁদ,
ভাল
লাগেরে সবি, হৈ
ঐ ঐ ঐ...
ভাল
লাগে ফুল, কিছু কিছু ভুল,
ভাল
লাগেরে সবি।
ভালো
লাগে রাত, ভাল লাগে চাঁদ,
ভাল
লাগেরে সবি।
ভাল
লাগে ফুল, কিছু কিছু ভুল,
ভাল
লাগেরে সবি...
লা
লা লা লা লা, হুঁ
হুঁ হুঁ হুঁ হুঁ, লা লা লা লা লা লা লা লা...