আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান শালিকের গাঁয় যায় রে উড়ে যায়_Song Lyrics_BD Films Info |
দেশের গান
Singer: Runa Laila
আমার মন পাখিটা,
যায় রে উড়ে যায় ।
ধান শালিকের গাঁয়,
যায় রে উড়ে যায় ।
নাটা বনের জোড়া কাঁটা ,
লেগেছে আমায়।।
আমার মন পাখিটা,
যায় রে উড়ে যায়।
ধান শালিকের গাঁয়,
যায় রে উড়ে যায়।
আমি যখন যেথা থাকি,
হৃদয় ভরা স্বপন হয়ে, বাঁধন হয়ে আপন হয়ে,
জড়িয়ে থাকি,
বাংলাদেশের ভালবাসার রাখি।।
আহা কাজল দিঘী,
দীঘল আখিঁ।।
বুকের ভিতর,
পাঁপড়ি মেলে যায়।
নাটা বনের জোড়া কাঁটা ,
লেগেছে আমায়।
আমার মন পাখিটা,
যায় রে উড়ে যায় ।
ধান শালিকের গাঁয়,
যায় রে উড়ে যায় ।
আমি কেমন করে ভুলি,
শিশির মাঠের শ্যামল খাতায়, বেতস লতায়
চিরল পাতায়, ছড়িয়ে থাকা, দূর্বাসবুজ
কিশোরী দিন গুলি।।
আহা মটরশুঁটি,
কোমল স্মৃতি।।
সজল হয়ে, ঘিরল দুটি পায়।
নাটা বনের জোড়া কাঁটা ,
লেগেছে আমায়।
আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ।
ধান শালিকের গাঁয়,
যায় রে উড়ে যায়।।