আশা ছিলো মনে মনে প্রেম করিমু তোমার সঙে_Song Lyrics_BD Films Info |
ছায়াছবিঃ হাজার বছর ধরে (২০০৫)
পরিচালকঃ সুচন্দা
পরিচালকঃ সুচন্দা
আশা ছিলো মনে মনে, প্রেম করিমু তোমার সঙে,
তোমায় নিয়া,
ঘর বানধিমু, গহীন
বালুর চরে গো, গহীন বালুর চরে,
আশা ছিলো মনে মনে।
সে ঘরে তে,
তোমার আমার, মধুর
মিলন হইতো,
তোমার শাড়ির আঁচলেতে, পরান বান্ধা রইতো।
রঙিন কাঁথায়,
থাকতাম শুইয়া, তোমায়
বুকে লইয়া,
চাঁদের আলোয় রাত পোহায়তাম, কথা কইয়া কইয়া,
সে, সুখের স্বপোন,
চোখে ভাসে, পরান
উদাস করে গো, গহীন বালুর চরে,
আশা ছিলো মনে মনে।
তোমার প্রেমে, একটু পরস, গায়ে যদি লাগতো,
ব্যথায় পোড়া বুকে তে এক, সুখের সাগর জাগতো,
তোমার কথা,
ভাইবা মরি, নৌকা বাইতে বাইতে,
কানা কড়ি চাইনা আহা,
তোমারে চাই পাইতে,
সে,
বালুর চরে, থাকতো
জীবন, মরণেরো পরে গো, গহীন বালুর চরে।
আশা ছিলো মনে মনে, প্রেম করিমু তোমার সঙে,
তোমায় নিয়া,
ঘর বানধিমু, গহীন
বালুর চরে গো, গহীন বালুর চরে।
আশা ছিলো মনে মনে।।।