পরিচালকের পরিচালনা-০২
ফতেহ লোহানী পরিচালিত চলচ্চিত্রের তালিকাঃ
১। "আকাশ আর মাটি" (১৯৫৯)
অভিনয়ঃ সুমিতা দেবী, প্রবীর কুমার, রূপা মুখার্জী প্রমুখ।
মুক্তিঃ ২৪.০৭.১৯৫৯
২। "আসিয়া" (১৯৬০)
অভিনয়ঃ সুমিতা দেবী, শহীদ, কাজী খালেক প্রমুখ।
মুক্তিঃ ০৪.১১.১৯৬০
৩। "Saat Rang" [উর্দু] (১৯৬৫)
অভিনয়ঃ হারুণ, সুলতানা জামান প্রমুখ।
মুক্তিঃ ১৪.০৫.১৯৬৫
ফতেহ লোহানীর জন্ম ১১ই মার্চ ১৯২৩ সালে পাবনা জেলার অন্তর্গত সিরাজগঞ্জ মহকুমায় (বর্তমান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়)। মূলত তিনি অভিনেতা হিসেবে অধিক জনপ্রিয় ছিলেন। তবে এর বাইরেও তারা নানা পরিচয় রয়েছে। এই গুণী ব্যক্তিত্ব ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, লেখক, চিত্রনাট্যকার, গীতিকার, অনুবাদক, সাংবাদিক, সাহিত্যিক।
১৯৭৫ সালে কাজী আনোয়ার হোসেনের লেখা "কুয়াশা" উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামে চলচ্চিত্রের শ্যুটিং এ অংশ নেওয়ার জন্য ফতেহ লোহানী চট্টগ্রামের কাপ্তাইয়ে যান। সেখানে অবস্থান থাকাকালীন সময়ে তিনি মারা যান। ১২ এপ্রিল ১৯৭৫ সালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
4. Balyabhandhu (1968)
Read more about director's biography and filmography. Click here>>>