আবদুল জব্বার খান পরিচালিত চলচ্চিত্রের তালিকাঃ
১। "মুখ ও মুখোশ" (১৯৫৬)
অভিনয়ঃ ইনাম আহমেদ, পূর্ণিমা সেন, জহরত আরা, আব্দুল জব্বার খান প্রমুখ।
মুক্তিঃ ০৩.০৮.১৯৫৬
২। "জোয়ার এলো" (১৯৬২)
অভিনয়ঃ সুলতানা জামান, আমিনুল হক, আনোয়ার হোসেন প্রমুখ।
মুক্তিঃ ২৪.০৮.১৯৬২
৩। "Naach Ghar" [উর্দু] (১৯৬৩)
অভিনয়ঃ শবনম, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন প্রমুখ।
মুক্তিঃ ০১.১১.১৯৬৩
৪। "বাঁশরী" (১৯৬৮)
অভিনয়ঃ রাজ্জাক, কবরী, আনোয়ারা, আনোয়ার হোসেন, আব্দুল জব্বার খান প্রমুখ।
মুক্তিঃ ২৪.০৫.১৯৬৮
৫। "কাঁচ কাটা হীরে" (১৯৭০)
অভিনয়ঃ রাজ্জাক, কবরী, আনোয়ার হোসেন, রোজী প্রমুখ।
মুক্তিঃ ০১.১২.১৯৭০ (ইদুল ফিতর)
৬। "খেলাঘর" (১৯৭৩)
অভিনয়ঃ রাজ্জাক, কবরী, আনোয়ার হোসেন প্রমুখ।
মুক্তিঃ ০২.০২.১৯৭৩
আব্দুল জব্বার খানের জন্ম ১৬ই এপ্রিল ১৯১৬ সালে ভারতের আসামে। তবে তার পৈত্রিক নিবাস বর্তমান মুন্সীগঞ্জের লৌহগঞ্জ উপজেলায়।
২৮ শে ডিসেম্বর ১৯৯৩ সালে রাজধানী ঢাকায় অবস্থিত নিজ বাসায় আব্দুল জব্বার খান মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।