প্রীতিলতা সিনেমায় পরিমনি |
প্রীতিলতা সম্পর্কেঃ
যেভাবেই হোক মাস্টার দা’র সঙ্গে দেখা করতে চায় প্রীতিলতা। ১৯৩২ সালে বিএ পরীক্ষার পর
কলকাতার বেথুন থেকে ফিরে এমন পণ করে বসে প্রীতি। মনের প্রবল ইচ্ছার কথাটা জানায়
কল্পনা দত্তকে। নির্মল সেনের মাধ্যমে খবরটা পৌঁছায় কল্পনা। কিন্তু দেখা হয় হয় করে
আর হয় না নিরাপত্তা জনিত কারণে। অবশেষে, কর্ণফুলী নদী পার হয়ে পটিয়ার ধলঘাটে
সাবিত্রী দেবীর বাড়িতে প্রথম দেখা হয় সূর্যসেন ও প্রীতিলতার। প্রীতির সঙ্গে প্রথম
দেখার বর্ণনাটা এভাবেই লিখেন সূর্যসেন ,‘তার চোখেমুখে একটা
আনন্দের আভাস দেখলাম। এতদূর পথ হেঁটে এসেছে, তার জন্য তার চেহারায়
ক্লান্তির কোনো চিহ্নই লক্ষ্য করলাম না। যে আনন্দের আভা তার চোখে মুখে দেখলাম,
তার মধ্যে আতিশয্য নেই, Fickleness নেই,
Sincerity শ্রদ্ধার ভাব তার মধ্যে ফুটে উঠেছে। একজন উচ্চশিক্ষিত cultured
lady একটি পর্ণকুটিরের মধ্যে আমার সামনে এসে আমাকে প্রণাম করে উঠে
বিনীতভাবে আমার দিকে দাঁড়িয়ে রইল, মাথায় হাত দিয়ে নীরবে
তাকে আশীর্ব্বাদ করলাম।’ চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায়
১৮৯৪ সালের ২২ মার্চ জন্ম নেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা
সূর্যকুমার সেন। ১৯৩৪ সালের আজকের দিনে মানে ১২ জানুয়ারি রাতের অন্ধকারে হাতুরি পিটা
করে আধমরা অবস্থায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল এই মহান বিপ্লবীকে। ব্রিটিশ
সরকার সূর্যসেনকে এতটা ভয় পেতো যে তার
লাশটাও তারা ফেরত না দিয়ে ফেলে দেয় গভীর সমুদ্রে। জয় হোক দেশ প্রেমের।
প্রীতিলতা নিয়ে পূর্বের কাজঃ
মুসলমানের মেয়ে অভিনয় করবে! একটা সময় এইটা ভাবাই যেতো না। মানুষ তিরস্কার করত। সেই সময়টার গায়ে লাথি মারেন বনানী চৌধুরী। চলচ্চিত্র ইতিহাসে প্রথম বাঙালি মুসলিম নারী হিসেবে একটা নতুন পথের রচনা করেছিলেন। যে পথ ধরে এখনো হাঁটছি আমরা। সেই বনানী চৌধুরীই ১৯৮০ সালে কলকাতার নির্মল চৌধুরীর 'চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন' (১৯৮০) ছবিতে প্রীতিলতা রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন।
'চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন' (১৯৮০) সিনেমায় বনানী চৌধুরী |
২০১০ সালে 'খেলে হাম জি জান সে' (২০১০) চলচ্চিত্রে আমরা আবার প্রীতিলতা রূপে দেখতে পাই বিশাখা সিংকে। ছবিটি বানিয়েছেন আশুতোষ গোয়ারিকর। তিনি মূলত হিস্ট্রি (ইতিহাস) নিয়েই বেশি কাজ করেন। তার হাতেই লগান (২০০১), স্বদেশ (২০০৪), জোধা আকবর (২০০৮), মহেঞ্জো দারো (২০১৬) তৈরি হয়।
'খেলে হাম জি জান সে' (২০১০) সিনেমায় বিশাখা সিং |
২০১২ সালে বেদব্রত পাইন তার চিটাগং (২০১২) চলচ্চিত্রে ভাগ তামাতিয়াকে প্রীতিলতা চরিত্রে হাজির করেন। ছবিটির জন্য সেরা নবাগত পরিচালক হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান নির্মাতা।
চিটাগং (২০১২) সিনেমায় ভাগ তামাতিয়া |
২০২০ সালে বাংলাদেশে ফরহাদ আলমের রচনা ও পরিচালনায় ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা' নাটকে প্রীতিলতা চরিত্রে হাজির হন রোবেনা রেজা জুঁই।
‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা'নাটকে রোবেনা রেজা জুঁই |
১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে প্রদীপ ঘোষ নির্মাণাধীন 'ভালোবাসা প্রীতিলতা' চলচ্চিত্রে প্রীতিলতা রূপে নুশরাত ইমরোজ তিশা এরই মাঝে দেখা দিয়েছেন স্টিল চিত্রে।
'ভালোবাসা প্রীতিলতা'সিনেমায় নুসরাত ইমরোজ তিশা |
এই তালিকায় যুক্ত হচ্ছে
নতুন আরেক নাম। পরিমনি প্রীতিলতা রূপে রাশিদ পলাশ পরিচালিত সিনেমা প্রীতিলতা’য়
আসছেন আপনাদের মাঝে।
কাহিনী সংক্ষেপঃ
ধলঘাটে সাবেত্রী দেবীর বাড়িতে বৃটিশ পুলিশের সঙ্গে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে
প্রীতিলতাও ছিলেন।যুদ্ধে নির্মল সেন ও ভোলা শহিদ হলে সূর্য সেন সেখান থেকে
প্রীতিকে নিয়ে গোপন আস্তানায় চলে যান। এরপর পুলিশ প্রীতিলতাদের বাড়িতে তল্লাশি
করে প্রীতিলতার দুটি ছবি পায় সেই ছবি সহ একটি প্রেস নোট পুলিশ আনন্দবাজার
পত্রিকায় পাঠায়।'চট্টগ্রামের পলাতকা' শিরোনামের এই সংবাদে লেখা হয় 'চট্টগ্রাম জেলার পটিয়া থানার ধলঘাটের শ্রীমতী প্রীতি ওয়াদ্দাদার গত ৫ই
জুলাই, মঙ্গলবার চট্টগ্রাম শহর হইতে অন্তর্ধান করিয়াছেন।
তাহার বয়স ১৯ বৎসর। পুলিশ তাহার সন্ধানের জন্য ব্যস্ত।' বেঙ্গল
পুলিশের সি আই ডি প্রীতিলতার বর্ণনা দেয় এভাবে... 'Miss Prithi Waddadar,
daughter of Jagabandhu Waddadar (Baidya by caste), of Dhalghat, Patiya and
Jamalkhana, Chittagong town: age 20/21 (looks younger than
her age); dark; medium build; short; ugly in appearance."
প্রীতিলতা ছবির কলাকুশলীঃ
প্রীতিলতা
রূপে পরীমনি
চরিত্র :
প্রীতিলতা
অভিনয়ে :
পরীমনি
ক্যারেক্টার
প্রেজেনটেশন, আর্ট
ডিরেকশন, স্টাইলিং ও কোরিওগ্রাফি : বিপ্লব সাহা
স্থিরচিত্র :
অনিক চন্দ্র
পোশাক :
বিশ্বরঙ
পোস্টার
ডিজাইনঃ সায়েম
মেকআপ :
পারসোনা
স্টুডিও :
ক্যানভাস
নির্মাতা :
রাশিদ পলাশ
সংলাপ ও
চিত্রনাট্য : গোলাম রাব্বানী
এক্সিকিউটিব
প্রডিউসার : রঞ্জু চৌধুরী
সূত্রঃ
ইন্টারনেট
গোলাম রাব্বানী সংলাপ ও চিত্রনাট্যকার
প্রীতিলতা টীম
রাশিদ পলাশ প্রীতিলতা ছবির পরিচালক