Friday, August 17, 2018

Protidin Tomai Dekhi Suryer Age Song Lyrics

প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে_দেশের গান_Song Lyrics_ দেশের গান   প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,  প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,  ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।।    নদীর ধারায়, পাখির গানে, নতুন স্বপ্নের ছবি আনে।।  প্রতি প্রাণে প্রেরণার, শিহর লাগে।  প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,  প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,  ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।    ফসল শোভায়, আলোর তৃষা,  নতুন ছন্দের দিলো দিশা।।  প্রতি মনে চেতনার, জোয়ার জাগে।    প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,  প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,  ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।।
প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে_দেশের গান_Song Lyrics_BD Films Info

 দেশের গান 
প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।।

নদীর ধারায়, পাখির গানে, নতুন স্বপ্নের ছবি আনে।।
প্রতি প্রাণে প্রেরণার, শিহর লাগে।
প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।

ফসল শোভায়, আলোর তৃষা,
নতুন ছন্দের দিলো দিশা।।
প্রতি মনে চেতনার, জোয়ার জাগে।

প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।।

SHARE THIS