Friday, August 17, 2018

Pakhir Bashar Moto Duti Chokh Tomar Song Lyrics

পাখির বাসার  মতো  দুটি চোখ তোমার_Song Lyricsপাখির বাসার  মতো  দুটি চোখ  ছায়াছবিঃ জিঘাংসা (১৯৭৪)  সহশিল্পীঃ ওয়াসিম, জবা চৌধুরী, জসিম, আজিমপরিচালকঃ ইবনে মিজান    ও.... অনুপমা, ওহো...... নিরুপমা ।  পাখির বাসার  মতো  দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন । ।    আমি আজ হারিয়েছি, তোমারই পরশে ।  স্ব-প্নী-লাবেশে ।   ও.... অনুপমা, ওহো...... নিরুপমা ।    অনেক আশার সুরভী দিয়ে,  পথ বেঁধেছি তোমায় পেয়ে,  তুমি যে আমার ওগো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে।    সে পথ যেন আলোয় ভরা,  একটি বাসর গড়বো মোরা,  তুমি যে আমার ওগো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে।    আমি আজ হারিয়েছি , তোমারই পরশে ।   স্ব-প্নী-লাবেশে ।   ও.... অনুপমা, ওহো...... নিরুপমা ।     কথার মালা গাঁথবো এসো,  সুরে সুরে মোরে ভালোবেস,  তুমি যে আমার ওগো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে।      দুটি মনে দুটি তারা,  রইব না-কো সাথীহারা,   তুমি যে আমার ওগো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে ।     আমি আজ হারিয়েছি , তোমারই পরশে ।   স্ব-প্নী-লাবেশে ।    পাখির বাসার  মতো  দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন । ।     লা লা লা লা লা লা , লা লা লা লা লা লা , লা লা লা লা লা লা লা লা.।।
পাখির বাসার  মতো  দুটি চোখ তোমার (জিঘাংসা ১৯৭৪)_Song Lyrics_BD Films Info

পাখির বাসার  মতো  দুটি চোখ
ছায়াছবিঃ জিঘাংসা (১৯৭৪)
সহশিল্পীঃ ওয়াসিম, জবা চৌধুরী, জসিম, আজিমপরিচালকঃ ইবনে মিজান

ও.... অনুপমা, ওহো...... নিরুপমা ।
পাখির বাসার  মতো  দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন । ।

আমি আজ হারিয়েছি, তোমারই পরশে ।
স্ব-প্নী-লাবেশে ।
 ও.... অনুপমা, ওহো...... নিরুপমা ।

অনেক আশার সুরভী দিয়ে,
পথ বেঁধেছি তোমায় পেয়ে,
তুমি যে আমার ওগো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে।

সে পথ যেন আলোয় ভরা,
একটি বাসর গড়বো মোরা,
তুমি যে আমার ওগো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে।

আমি আজ হারিয়েছি , তোমারই পরশে ।
 স্ব-প্নী-লাবেশে ।
 ও.... অনুপমা, ওহো...... নিরুপমা ।

 কথার মালা গাঁথবো এসো,
সুরে সুরে মোরে ভালোবেস,
তুমি যে আমার ওগো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে।

 দুটি মনে দুটি তারা,
রইব না-কো সাথীহারা,
 তুমি যে আমার ওগো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে ।

 আমি আজ হারিয়েছি , তোমারই পরশে ।
 স্ব-প্নী-লাবেশে ।

পাখির বাসার  মতো  দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন । ।

 লা লা লা লা লা লা , লা লা লা লা লা লা , লা লা লা লা লা লা লা লা.।।


SHARE THIS