Friday, August 17, 2018

O Amar Ural Ponkhi Re Ja Ja Tui Ural Dia Ja Song Lyrics

ছায়াছবিঃ চন্দ্র কথা (২০০৩)  পরিচালকঃ হুমায়ুন আহমেদ         ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,  ‘ আমি থাকব মাটির ঘরে, আমার চোক্ষে বৃষ্টি পড়ে,’।।  তোর হইবে মেঘের ওপরে বাসা,   ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,।   আমার মনে বেজায় কষ্ট, হো হো হো হো হো,  ‘আমার মনে বেজায়,  সেই কষ্ট ইইল পষ্ট,’।।   দুই চোক্ষে ভর করিল, আঁধার নিরাশা,  তোর হইল মেঘের উপরে বাসা,  ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,।  ‘ মেঘবতী মেঘকুমারী, মেঘের উপরে থাকো,   সুখ দু:খ দুই বইনেরে, কোলের উপরে রাখো,’।।  মাঝে মইধ্যে কান্দন করা, মাঝে মইধ্যে হাসা,  মেঘবতী আজ নিয়াছে, মেঘের উপরে বাসা,  ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,     ‘ আমি থাকব মাটির ঘরে, আমার চোক্ষে বৃষ্টি পড়ে,’।।  তোর হইবে মেঘের উপরে বাসা,  ‘ ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,’।।।
ও আমার উড়াল পঙ্খিরে_Song Lyrics_BD Films Info
ছায়াছবিঃ চন্দ্র কথা (২০০৩)
পরিচালকঃ হুমায়ুন আহমেদ 



ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,
আমি থাকব মাটির রে, আমার চোক্ষে বৃষ্টি পড়ে,’।।
তোর হইবে মেঘের ওপরে বাসা, 
ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,
 আমার মনে বেজায় কষ্ট, হো হো হো হো হো,
‘আমার মনে বেজায়,
সেই কষ্ট ইইল পষ্ট,’।।

দুই চোক্ষে ভর করিল, আঁধার নিরাশা,
তোর হইল মেঘের উপরে বাসা,
ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,

মেঘবতী মেঘকুমারী, মেঘের উপরে থাকো,

সুখ দু:খ দুই বইনেরে, কোলের উপরে রাখো,’।।
মাঝে মইধ্যে কান্দন করা, মাঝে মইধ্যে হাসা,
মেঘবতী আজ নিয়াছে, মেঘের উপরে বাসা,

ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,


আমি থাকব মাটির ঘরে, আমার চোক্ষে বৃষ্টি পড়ে,।।
তোর হইবে মেঘের উপরে বাসা,

ও আমার, উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা,’।।।

SHARE THIS