Friday, August 17, 2018

Kotha Kichu Kichu Bujhe Nite Hoi Seto Mukhe Bola Jaina Song Lyrics

 Kotha Kichu Kichu Bujhe Nite Hoi Seto Mukhe Bola Jaina Song Lyricsছায়াছবিঃ আনন্দ আশ্রম (১৯৭৭)   পরিচালকঃ শক্তি সামন্ত       কথা কিছু কিছু, বুঝে নিতে হয় সেতো, মুখে বলা যায় না,   সেতো মুখে বলা যায়না।।  চোখের কথায় মনের কথা, চোখই মনের আয়না।   কথা কিছু কিছু, বুঝে নিতে হয় সেতো, মুখে বলা যায়না,   সেতো মুখে বলা যায়না।    মন আছে যার মনের কথা, সেই শুধু ন্যায় বুঝে।  মত্ত সেতো মেলে ওগো, অনেক ঝিনুক খোঁজে।    বুঝলে ভালো না বুঝলেই, বাড়ে বুকের জ্বালা।  কুঁড়ি থেকে হয় যে গো ফুল, ফুলের থেকে মালা।    সহজে ভালবাসা কেউ পায়না।  কথা কিছু কিছু, বুঝে নিতে হয় সেতো, মুখে বলা যায় না,   সেতো মুখে বলা যায়না।।    ফুল ছাড়া আর কে বা বোঝে, ভ্রমরেরই বাসা।  মধু খেতেই ভ্রমরের যে, ফুলের কাছে  আসা।    বোঝোনি কি এখনো গো, দিলাম এ মন কারে?  সাগর মাঝি, এসে নদী চিনতে কি আর পারে?    মন ছাড়া মন কিছু চাই না।  কথা কিছু কিছু, বুঝে নিতে হয় সেতো, মুখে বলা যায় না,   সেতো মুখে বলা যায়না।।
কথা কিছু কিছু, বুঝে নিতে হয় সেতো, মুখে বলা যায় না_Song Lyrics
ছায়াছবিঃ আনন্দ আশ্রম (১৯৭৭) 
পরিচালকঃ শক্তি সামন্ত 


কথা কিছু কিছু, বুঝে নিতে হয় সেতো, মুখে বলা যায় না, 
সেতো মুখে বলা যায়না।।
চোখের কথায় মনের কথা, চোখই মনের আয়না। 
কথা কিছু কিছু, বুঝে নিতে হয় সেতো, মুখে বলা যায়না, 
সেতো মুখে বলা যায়না।

মন আছে যার মনের কথা, সেই শুধু ন্যায় বুঝে।
মত্ত সেতো মেলে ওগো, অনেক ঝিনুক খোঁজে।

বুঝলে ভালো না বুঝলেই, বাড়ে বুকের জ্বালা।
কুঁড়ি থেকে হয় যে গো ফুল, ফুলের থেকে মালা।

সহজে ভালবাসা কেউ পায়না।
কথা কিছু কিছু, বুঝে নিতে হয় সেতো, মুখে বলা যায় না, 
সেতো মুখে বলা যায়না।।

ফুল ছাড়া আর কে বা বোঝে, ভ্রমরেরই বাসা।
মধু খেতেই ভ্রমরের যে, ফুলের কাছে  আসা।

বোঝোনি কি এখনো গো, দিলাম এ মন কারে?
সাগর মাঝি, এসে নদী চিনতে কি আর পারে?

মন ছাড়া মন কিছু চাই না।
কথা কিছু কিছু, বুঝে নিতে হয় সেতো, মুখে বলা যায় না, 
সেতো মুখে বলা যায়না।। 

২/৬/১৬


SHARE THIS