ভুমিকা_Short Film Stories_BD Films Info |
ভূমিকা ঃ
"গল্প লেখব লেখব করে লেখাই হয় না। এটা আমারই দোষ বটে । কারন অনেক কাজে মেতে থাকি । অনেকে আমাকে গালি দিতে পারেন যে, এতো ছোটতে আবার এত কিসের
কাজ ?। কথাটা অনেকাংশে ঠিক কারন তেমন কোন কাজ নাই
। কিন্তু এত অকাজে সময় ব্যয় হয় যে , গল্প লেখার দিকে তেমন
মন বসে না । কিন্তু ছোট কাল থেকে আমার অনেক ইচ্ছা যে, আমি গল্প লিখব। আমি একজন লেখক হতে চাই। এটা আমার অনেক দিনের ইছা । কিন্তু হচ্ছে কই? বাজে কাজে সময় টা ব্যয়
হয়ে যাচ্ছে। নিজের মনে ও থাকেনা যে আমি ভুল করছি। আমি জীবনে অনেক বড় একজন লেখক হতে চাই। কিন্তু হচ্ছে টা ত আরেক জিনিস । এই কারনে মনটা অনেক খারাপ থাকে মাঝেমাঝে
। জানি জীবনটা আসলে কি? কিন্তু সময়ের সাথে তাল
মিলাতে পারছি কই? আমার জীবনটাই যেন কেমন হয়ে যাচ্ছে। বাক্যে কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে পারছিনা
। তাই অনেকে আমার লেখা দেখে হাসে। তখন নিজেকে শক্ত করতে ও পারি না। আমার অনেকটা শ্রাবন্তির মত কথা বলতে ইচ্ছে
হয়। এখন আবার আমাকে জিজ্ঞেস করে বসিয়েন না যে, শ্রাবন্তিটা কে? বাক্য সমাপ্ত করতে দুই একটা বাইরের শব্দ ব্যবহার করে মহাভারত অশুদ্ধ হয়না। কিন্তু পারিনা । এমন যদি হয়, ; ছোট ছোট শব্দ ছোট বাক্যে
মনের ভাব শেষ হয়ে যবে ; তবে কতই না ভাল হত। মনের ভাবগুলো ছোট ছোট বাক্যে শেষ করে দিতে
পারতাম । অনেকের কাছে জীবনট আনারসের মত হতে পারে । কিন্তু আমি তা মনে করি না । কিন্তু কি করব তা ভেবে ও পাই না আমাকে জনগন , সমাজ কোন দলে যে ফেলবে
তারাও মনে হয় ভেবে চিনতে তৈরী করতে পারবে না । আজকের ভুমিকা টা এখানেই শেষ করি ।অন্যদিন না হয় বিস্তারিত বিবরণ দেওয়া যাবে।
আল্লাহ
হাফেজ , ভাল থাবেন সবাই এই কামনাই
রইলো।"