Saturday, July 10, 2021

Mohanagar (2021) web series review

পরিচালক আশফাক নিপুন অভিনয় মোশাররফ করিম, জাকিয়া বারি মম, মোস্তাফিজুর নূর ইমরান, শ্যামল মাওলা, খাইরুল বাসার, নিশাত প্রিয়ম বাংলাদেশের একটি পুলিশ স্টেশন, এক বিশেষ রাতে সেখানে জড়ো হওয়া সমাজের বিভিন্ন স্তরের মানুষ - প্রভাবশালী শিল্পপতি, এক সাধারণ কর্পোরেট কর্মী, সাংবাদিক, সাধারণ জনতা ও আরো অনেকে। এই রাতের ঘটনাবলী কি এদের সবার জীবন চিরকালের মতন পাল্টে দেবে?
Mohanagar (2021) Bangla web Series Poster

অবশেষে দেখে ফেললাম Hoichoi প্লাটফর্ম 
ওয়েব সিরিজঃ "#মহানগর"

ঢাকা মহানগরীতে এক রাতের একটি ঘটনাকে কেন্দ্র করেই মূলত নির্মিত হয়েছে ৮ পর্বের ওয়েব সিরিজঃ মহানগর (সিজন - ১)

এই ওয়েব সিরিজটি নিয়ে বেশি কিছু বলার নেই। এক কথায় অসাধারণ একটা ওয়েব সিরিজ। এই সিরিজের প্রত্যেকটি সংলাপ জাস্ট 😲🔥

ব্যাকগ্রাউন্ড মিউজিক আর মোশারফ করিমের অভিনয় সব মিলিয়ে দারুণ লেগেছে আমার কাছে...

Watch the Bangla Web Series Mohanagar (2021). Click here>>>


SHARE THIS