Ladies and gentlemen is
a Bangladeshi drama web series created by Mostofa Sarwar Farooki. It is starred
by Tasnia farin, as an ordinary girl and co acted by Afzal Hossain, Maria Nur,
hasan Masud, Partha barua, Chanchal Chowdhury, iresh Zaker, Mamunur Rashid.
Ladies and gentlemen web series is released on 9th July, 2021 on
ZEE5.
Plot Summary:
Sabila, an ordinary girl, becomes the voice of every
working woman in Bangladesh. Witness this inspiring story of a fiery girl who
rises against the patriarchal society.
ফারুকীর লেডিস অ্যান্ড জেন্টেলম্যান দেখলাম। কি লিখবো ঠিক বুঝতে পারছি না। মুক্তির প্রথম দিন এটি নেগেটিভ রিভিউ হয়ে যায় কি না! ওয়েব সিরিজটি নিয়ে ফারুকীকে প্রশ্ন করা হয়েছিলো, এটির নাম “লেডিস অ্যান্ড জেন্টেলম্যান” কেন? তিনি উত্তর দিয়েছিলেন দর্শক দেখলেই বুঝতে পারবেন কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমি শেষ অব্দি বসেছিলাম, ব্যর্থ হয়েছি।
যাই হোক, ক্যামেরার কাজ ভালো ছিলো, সিনেমার কালার দূর্দান্ত। গল্পটা সমসাময়িক এবং এই টাইপের গল্পে বাংলাদেশে আরো অনেক কাজ হয়েছে। একই গল্পে শুধু এক পরিচালক কাজ করতে পারবেন, এমন বাঁধাধরা নিয়ম নেই। ফারুকী তার নিজের মতো করে একটি ক্রাইসিস তুলে ধরতে চেয়েছেন। তবে দর্শক হিসেবে আমার মতামত, এই গল্পটি আরো ছোট করে বলা যেতো। কিছু কিছু জায়গায় অপ্রয়োজনীয় টেনে লম্বা করা হয়েছে।
ফারিন খুব ভালো অভিনয় করেছেন। লিড ক্যারেক্টার হিসেবে তিনি সার্থক। মামুনূর রশীদের সাথে বাবা-মেয়ের সম্পর্কের যে ডেপ্থ তৈরি হয়েছে তা আপনার হৃদয় ছুঁয়ে যেতে পারে। বলে রাখা ভালো, ফারিনের মাঝে আমি বারেবার তিশা-স্মেল খুঁজে পেয়েছি। তিশার মতো করে ডায়লগ ডেলিভারি, হাঁটা এমনকি চুল বাঁধাটাও তিশার মতো লেগেছে। আফজাল হোসেন ও হাসান মাসুদ কয়েকটি দৃশ্যে নিজনিজ মহিমায় উজ্জ্বল হয়েছেন। বাদবাকী তেমন কেউ তারা হয়ে জ্বলতে পারেন নি। বিশেষ করে পার্থ বড়ুয়াকে নিয়ে আমার এক্সপেকটেশন আরো বেশি ছিলো। ইরেশ জাকেরসহ আরো কয়েকটি চরিত্র বেশ অপ্রয়োজনীয় লেগেছে।
জিফাইভ মূলত মোবাইল অ্যাপ কিনা, আমি সিরিজটা দেখেছি ল্যাপটপে। সেখানে কিছু টেকনিকাল ফল্ট ছিলো। যেমন অডিওতে ডায়লগ হচ্ছে কিন্তু ভিডিওতে ঠোট নড়ছে না। প্রথম কয়েকটি এপিসোডে ইংরেজি সাবটাইটেল ছিলো, পরের এপিসোডগুলোতে অনেক গুতিয়েও আমি সাবটাইটেল আনতে পারিনি। বাংলা আমার মাতৃভাষা, হয়তো তেমন সমস্যা হয়নি। কিন্তু ভিন্ন ভাষার কেউ ছবিটি দেখলে বিপদে পড়বেন। জিফাইভ পরিচিত ওটিটি প্লাটফর্ম, ফারুকী দেশসেরা পরিচালকদের একজন- সুতরাং নিখুত প্রফেশনালিজম থাকা উচিত।
আট পর্বের “লেডিস অ্যান্ড জেন্টেলম্যান” সিরিজে কয়েকটি দৃশ্য বেশ উপভোগ্য ছিলো। যেমন, সংবাদ সম্মেলনের আগে নাস্তিক ইস্যু নিয়ে কথোপকথন, হুজুরের বক্তৃতা, হোটেলে আফজাল ও হাসান মাসুদের মদ খাওয়ার প্রস্তুতির দৃশ্য, ফারিনের নাচের প্রশিক্ষণ, সিড়ির দৃশ্য ইত্যাদি।
সবশেষে বলবো আমার প্রিয় দৃশ্যের কথা। এই দৃশ্য দিয়ে সিরিজটি শুরু হয়েছিলো। নামাজে দাঁড়িয়েছেন মামুনুর রশীদ। কিন্তু তিনি রূকুতেও যাচ্ছেন না, সিজদাতেও যাচ্ছেন না। হুট করে নামাজ ছেড়ে বসে পড়লেন। বৃদ্ধ বাবাকে দৌঁড়ে গিয়ে ধরেন কণ্যা ফারিন। কেঁদে কেঁদে তিনি বলেন, সূরা মনে করতে পারছেন না। “মরার সময় কি আমি কালিমা পড়তে পারবো?” কণ্যা বলে, “আমি আপনাকে মনে করায়া দিবো আব্বা”। তারপর ফারিন আয়াত বলে, কেঁদে কেঁদে মামুনূর রশীদ তার সাথে সূরা পাঠ করেন।
মন কেড়ে নিয়েছে এই দৃশ্য।
আগেই বলেছি লিখাটা আমি ভয়েভয়ে লিখছি। এই টিমে যারা কাজ করেছেন তাদের সকলকেই ভালোবাসি। দেশ বিদেশের চলচ্চিত্রাঙ্গনে অনেকেই সুনামধন্য। লেখাটি যারা পড়লেন, তাদের প্রতি অনুরোধ ”আমার কয়েকটি লাইনের উপর” বিচার করবেন না, হাতে সময় নিয়ে সিরিজটি দেখে ফেলুন।
#ladiesandgentlemenseries #farooki #LadiesAndGentlemen
A review by: Faidal Khalilur Rahman