Rehana Maryam Noor (2021) is a Bangladeshi film
directed by Abdullah Mohammad saad and produced by Jeremy Chua. The film is
starred by Azmeri Haque Badhon, Afia Sami hasan, Afia Tabassum vama, Kazi sami
Hasan, Yasir Al Haq, saberi Alam. The film Rehana Maryam Noor (2021) is
released on 7th July, 2021 (Cannes).
Plot Summary:
It describes the struggling of a 37 year old
assistant professor of a medical college. She is accustomed to living a
difficult life as a mother, daughter, sister and teacher. She becomes a witness
of an unexpected incident while leaving college in one evening. She speaks out
about it on behalf of her medical college student against another fellow
teacher. And the fellow teacher becomes more stubborn. The school authorities
mistreats Rehana’s 6 year old daughter. Rehana finds justice for her daughter
and that student out of the rules.
স্বপ্ন কখনো ভঙ্গ হয় না,স্বপ্ন কে লালন করে নিয়ে যেতে হয়,একদিন ধরা দিবেই। এক আকাশ নীল আর জলরাশির সামনে কানের লাল গালিচায় বাঁধন হয়ে উঠেছে এক অনুপ্রেরণার নাম ❤️
২০০৬ সালের লাক্স সুপারস্টারের তৃতীয় স্থান,কথা ছিল দারুচিনি দ্বীপের মুনা হবেন। কিন্তু শুরুতেই স্বপ্নভঙ্গ। তখন তিনি ডেন্টালের ছাত্রী,পরীক্ষার কারনে ছেড়ে দিতে হয় ছবি। পরে নাটকে নিয়মিত হতে লাগলেন,জনপ্রিয় হয়েছেন বলা যাবে না। তবে অভিনয়ের প্রশংসা সবাই করতেন,ছবিও করেছিলেন পরে নিঝুম অরন্যে।
Azmeri Haque Badhon and team
ক্যারিয়ার যখন আগাচ্ছিল,তখন ই নেন জীবনের এক কঠিন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেটার গল্প আজকের দিনের জন্য তোলা থাক। সেই সিদ্ধান্ত ঠিক না ভুল সেটাও উহ্য থাক,তবে প্রাপ্তি,পেয়েছেন মাতৃত্বের স্বাদ। যাকে নিয়ে কঠিন দিনগুলো পাড়ি দেবার বাসনা রেখে বেঁচে আছেন। তবে অভিনয়ের ব্যস্ততা অনেকখানি কমে গেছে,পার্শ্ব চরিত্র করাও শুরু করে দিয়েছিলেন। ভেবেছিলাম বাঁধনের ক্যারিয়ার এই বুঝি শেষ হলো,হয়তো পার্শ্ব চরিত্রেই পাবো। কিন্তু না,শেষ কখনো শেষ হয় না,তার রেশ দেখা গেল দহনের মহরতেই। এ যেন পুরো ভিন্ন বাঁধন,আগের চেয়ে আকর্ষনীয় হয়ে উঠেছেন,নজর কাড়লেন সবার। পরে অবশ্য দহন করা হয় নি,তবে ফের আলোচনায় মোহাম্মদ নাজিমউদ্দিনের উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি ওয়েব সিরিজে মুশকান জাবেরী চরিত্রে চুক্তিবদ্ধ হয়ে,সৃজিত মুখ্যার্জীর নির্মানে যেটা এখনো হইচইয়ে মুক্তির অপেক্ষায়। তবে তার আগেই এলো জীবনের মাহেন্দ্রক্ষণ,কানের প্রথমবারের মত অফিশিয়াল সিলেকশন হলো বাংলাদেশের ছবি 'রেহানা মরিয়ম নূর',এই গল্প যাকে কেন্দ্র করে উঠা সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সেই সুবাদে নির্মাতা সাদ সহ বাঁধন আজ কান চলচ্চিত্র উৎসবে,প্রদর্শনী শেষে দর্শকদের হাততালি,যেটা বাংলাদেশের জন্য ইতিহাস। আর এই ইতিহাসের উজ্জ্বল অংশ হয়ে থাকবেন স্বপ্নভঙ্গে নতুন স্বপ্ন নিয়ে চলা আমাদের প্রিয় বাঁধন।
Written by : Hridoy Shaha
Azmeri Haque Badhon
শুন্যে ডানা মেলেছেন বাঁধন -
মিডিয়ার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। নিতান্ত কৌতূহলী হয়ে দারুচিনি দ্বীপের নায়িকা হতে পারেন কিনা , তা যাচাই করার জন্য লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় ২য় রানার আপ হবার বিপাশা হায়াত তাকে জিজ্ঞেস করেছিলেন,
দেখতে সুন্দরী ছিলেন, আর তার অভিনয় নিয়ে কারো অভিযোগ ছিল না।
ধীরে ধীরে যখন ব্যস্ততা বাড়ছে, হুট করে বিয়ে হয়ে গেল তার। কারন মিডিয়ার এক উঠতি অভিনেত্রী পালিয়ে বিয়ে করেছেন ও তার স্ক্যান্ডাল। এসব দেখে বাঁধন এর বাবা মা মেয়েকে মিডিয়ায় রাখতে নিরাপদ বোধ করেননি।
তিনি পড়াশুনা করলেন ডেন্টালে, মা হলেন। কিন্তু
কথায় আছে, অতি সুন্দরী না পায় বর।
বাধনের জীবনেও ঘটে গেল বেশ বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সিঙ্গেল মা হয়ে মেয়েকে নিয়ে তার লড়াই অবাক করে দিয়েছে সবাইকে।
Azmeri Haque Badhon
এরপর তিনি তার ফিটনেস নিয়ে ও মেয়েকে মানুষ করা নিয়ে সচেতন ছিলেন। এদেশে যেখানে মেয়েদের ডিভোর্স হলে তার অবস্থা হয় ঝরাপাতার মত, বাঁধন যেনো হাটলেন তার উল্টো পথে।
বড়পর্দায় জোরেশোরে আসার কথা শোনা গেলেও ব্যাটেবলে মিলছিল না। তবে বাঁধন অপেক্ষায় ছিলেন ভাল কিছুর।
সৃজিতের ওয়েব ফিল্মে কাজের সুযোগ পাওয়া যেমন সেই অপেক্ষার ফসল, তেমনি সাদ এর "রেহানা মরিয়ম নূর" যেন বাধনের জন্য প্রখর রৌদ্রে এক পশলা বৃষ্টির মতো।
বাধনের এই ফিল্মে অভিনয় যেন তাকে নতুন করে তুলে ধরলো।
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারা যেন তার জন্য নতুন অভিজ্ঞতা, তেমনি এমন একটি চলচ্চিত্রের সাথে যুক্ত হতে পারা তার সাফল্যের মুকুটে একটা পালক।
শুভকামনা বাঁধন এর জন্য,
আপনি এগিয়ে যান ধীরেধীরে।
Watch the official trailer of the film Rehana
Maryam Noor (2021).